উদ্ধারকারী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত ঢাকার পোস্তগোলার বুড়িগঙ্গা সেতু মেরামত করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ১৫ দিন লাগতে পারে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ।
সেতুর ক্ষতিগ্রস্ত অংশ স্টিলের জাল দিয়ে ঘিরে আপাতত সীমিত যান চলাচল শুরু করলেও পণ্যবাহী যান চলাচল শুরু করতে মেরামত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
Read More News
গত সোমবার সকালে বড় একটি লঞ্চের ধাক্কায় সদরঘাটের কাছে বুড়িগঙ্গায় মর্নিং বার্ড নামের একটি ছোট লঞ্চ ডুবে গেলে ৩৪ জন মারা যান। ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধারের জন্য ওইদিন দুপুরে নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছিল উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’। কিন্তু পানির উচ্চতা বাড়ায় বুড়িগঙ্গা সেতু অতিক্রম করার সময় সেতুর মাঝামাঝি গার্ডারে ধাক্কা লাগে জাহাজের ক্রেন। এতে সেতুর গার্ডারের ওই অংশে ফাটল তৈরি দেয়। এরপর সোমবার রাত ৮টা থেকে ওই সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে সেতুতে সীমিতভাবে যান চালানো হচ্ছে।
সওজর প্রধান প্রকৌশলী বলেন, করোনাভাইরাস মহামারী না হলে জাপান থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে খুব সহজেই সেতুটি মেরামত সম্ভব হত। কিন্তু বর্তমান সময়ে সে সুযোগ নেই।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও মেঘনা গোমতী সেতু মেরামতে জাপানি ওবায়েশি কর্পোরেশন কাজ করেছিল। তাদের সহযোগিতা পাওয়ার চেষ্টা করলেও সফল না হলে বাংলাদেশে সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানান সবুজ।
CoinWan Latest Banlga Newspaper