জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে ব্যাপক বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৫ জন মারা গেছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো নয়জন।
বন্যকবলিত একটি একটি নার্সিং হোম থেকেই ১৪ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়া ১ জন ভূমিধসের নিচে আটকে পরা অবস্থায় উদ্ধার হন।
এই বন্যায় হতাহতের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি জাপান সরকার। ওই এলাকার দুই লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া পরিস্থিতি মোকাবিলায় ১০ হাজার সেনা পাঠানো হয়েছে কিউশুতে।
Read More News
আগামী রোববার পর্যন্ত ভারী বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর অনেক মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রগুলোতে গিয়ে ঠাঁই নিয়েছেন।
CoinWan Latest Banlga Newspaper