দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ২৭০৯ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৪ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৪ জন চট্টগ্রামের ৩ জন, সিলেটের ৪ জন, রাজশাহীর ৫ জন, খুলনার ৬ জন, ময়মনসিংহের ১ জন এবং বরিশাল বিভাগের ১ জন। হাসপাতালে মারা গেছেন ৩২ জন এবং বাসায় ২ জন।
এ নিয়ে মোট প্রাণহানি হলো ২ হাজার ৫৮১ জনের। আর করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ২ লাখ ২ হাজার ৬৬ জন।
গত ২৪ ঘন্টায় মোট ১০ হাজার ৬৩২ টি নমুনা সংগ্রহ হয়েছে। এখান থেকে ১০ হাজার ৯২৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৬৭৪ টি। বর্তমানে মোট আইসোলেশনে আছেন ১৮ হাজার ৪৯৮ জন।
Read More News
নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৪ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
CoinWan Latest Banlga Newspaper