শার্লিন চোপড়া বলিউডের একজন মডেল, অভিনেত্রী এবং গায়িকা। ২০০২ সালে ভেন্দি মাবু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তেলুগু চলচ্চিত্র তার অভিষেক ঘটে। পরবর্তীতে দ্বিতীয় শ্রেণীর বলিউড চলচ্চিত্রে গৌন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার চলচ্চিত্র কর্মজীবনের শুরু হয়। তিনি এছাড়াও টাইম পান (২০০৫), রেড স্বস্তিক (২০০৭), গেইম (২০০৭) ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
প্লেবয় ম্যাগাজিনে ন্যুড ফোটোশ্যুট করার জন্য এক সময় শার্লিনকে নিয়ে জোর চর্চা চলেছিল। তবে ‘প্লেবয়’ ম্যাগাজিনে ছবি ছাপাটা সব অভিনেত্রীদের কাছেই স্বপ্নের মতো। শার্লিন বারবর বোল্ড ও সাহসী। তাই তাঁকে নিয়ে যে সমালোচনা হয়েছে তাতে কান দেননি তিনি। এবার শার্লিন নিজের ওটিটি প্লাটফর্ম নিয়ে এলেন। তাঁর ওটিটি প্ল্যাটফর্মের নাম রেডশের। এখানে নানা রকম শর্ট ফিল্ম রিলিজ করবেন শার্লিন।
এই ওটিটি লঞ্চের সময় শার্লিন জানান, ‘যখন নিজেই নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তখন অন্যের কাছে কাজ ভিক্ষে করবো কেন?”
Read More News
এই প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় বলিউডের নামি প্রযোজক, পরিচালকদের কাছে কাজ চাইতে যেতেন তিনি। কিন্তু তাঁরা সকলেই মধ্যরাতে শার্লিনকে দেখা করতে বলতেন। কেউ ভাল ভাবে কাজ দিতে চাননি তাঁকে। এর পর শার্লিন নিজেই কিছু করার সিদ্ধান্ত নেন। তিনি কন্টেন্ট লিখতে শুরু করেন। এবার তিনি নিজেই প্রোডিউসার ও লেখকের ভূমিকায় অবতীর্ন হতে চলেছেন।
চোপড়া ১৯৮৪ সালে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের হায়দ্রাবাদে জন্ম নেন। তার মাতা মুসলিম এবং পিতা খ্রিস্টান ডাক্তার।
তিনি সেকেন্দ্রাবাদে স্ট্যানলি গার্লস হাই স্কুল এবং সেন্ট অ্যান কলেজ ফর উইমেনে লেখাপড়া করেন। এরপর সুইডিশ ইনস্টিটিউট কলেজ অব হেল্থ সাইন্সেস থেকে আকুপাংকচার বিষয়ে এমএস ডিগ্রি অর্জন করেন। সেখানে তার অধ্যয়নের বিষয় ছিল ক্লাসিক্যাল আকুপাংকচার এবং ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন (টিসিএম)। তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের টিচার্স কলেজ থেকে শিক্ষা বিষয়ে এমএ এবং ওয়াশিংটন অলিম্পিয়ার দ্য এভারগ্রিন স্টেট কলেজ থেকে লিবারেল আর্টস বিষয়ে বিএ ডিগ্রি লাভ করেন। কলেজ অধ্যয়নকালীন সময়ে তিনি একটি স্থানীয় সৌন্দর্য প্রতিযোগিতায় “মিস অন্ধ্র” জেতেন।
CoinWan Latest Banlga Newspaper