রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান ও রিজেন্ট হাসপাতালের মালিক মো. শাহেদকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বুধবার বিকাল ৫টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে হস্তান্তর করে র্যাব। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
Read More News
তিনি জানান, গ্রেপ্তারের পর শাহেদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তদন্তকারী সংস্থা ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি এখন ডিবিতে রয়েছে।
এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার বলেন, গতকাল শাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। গ্রেপ্তারের পর আজ বিকালে আসামি শাহেদকে হস্তান্তর করা হলো। এর আগে, রিজেন্টের এমডি মাসুদ পারভেজকেও হস্তান্তর করা হয়।
আজ বুধবার ভোর ৫ টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে প্রতারক শাহেদকে গ্রেপ্তার করে র্যাবের একটি বিশেষ দল। র্যাব জানায়, শাখরা কোমরপুর গ্রামের লবঙ্গবর্তী নদীতীরের ইছামতি খাল দিয়ে তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন।
CoinWan Latest Banlga Newspaper