সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী বিপাকে। প্রয়াত অভিনেতার টাকা হাতানো, শারীরিক ও মানসিক অত্যাচার, ব্ল্যাকমেল-সহ একাধিক অভিযোগে ২৬ জুলাই রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে পটনা থানায় এফআইআর দায়ের করেন সুশান্তের বাবা কেকে সিং।
Read More News
মামলা লড়ার জন্য মুম্বইয়ের বিশিষ্ট হেভিওয়েট আইনজীবী সতীশ মানশিন্ডে-কে নিয়োগ করেছেন রিয়া। রিয়ার হয়ে লড়ছেন সতীশ মানশিন্ডে সালমান-সঞ্জয় দত্তের আইনজীবী।
বলিউডে আইনজীবী সতীশ মানশিন্ডে বেশ খ্যাত! লড়েছেন সালমান খান, সঞ্জয় দত্তর মামলা। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ মামলায় সঞ্জয় দত্তের হয়ে লড়েছিলেন তিনি। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগে অভিযুক্ত সালমানের হয়েও মামলা লড়েন সতীশ মানশিন্ডে। পালঘর হত্যাকাণ্ডের মামলাও লড়েছেন সতীশ মানশিন্ডে।

এই বিশিষ্ট আইনজীবীর দৈনিক পারিশ্রমিক কত জানেন ? তথ্য বলছে ২০১০ সালেই সতীশ মানশিন্ডের দৈনিক পারিশ্রমিক ছিল ১০ লক্ষ টাকা। তাহলে এখন কত হতে পারে, ভেবে দেখুন! নেটিজেনদের প্রশ্ন, এই বিশাল অঙ্কের টাকা কোথা থেকে পাচ্ছেন রিয়া চক্রবর্তী।
সুশান্তের মৃত্যুর তদন্ত যাতে বিহার থেকে মুম্বইতে নিয়ে আসা হয়, তার জন্য শীর্ষ আদালতের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছেন সতীশ মানশিন্ডে। এখন সুশান্ত অনুরাগীদের প্রশ্ন হল, বলিউডে এতদিনেও পায়ের তলায় মাটি পাননি রিয়া! ঝুলিতে নেই একটাও হিট ছবি! সুশান্তের দৌলতেই যা একটু লাইমলাইটে আসা! সেই রিয়া কী করে সতীশ মানশিন্ডেকে লক্ষ লক্ষ টাকা পারিশ্রমিক দিচ্ছেন। কোথা থেকে পেলেন এত টাকা। আরও জটিল হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য!
CoinWan Latest Banlga Newspaper