শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বল্পমূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন মোবাইলফোন অপারেটরদের সঙ্গে সরকার যোগাযোগ শুরু করেছে। আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই শিক্ষার্থীরা এ সুবিধা ভোগ করতে পারবে।
Read More News
আজ সোমবার সন্ধ্যায় চাঁদপুরে করোনা পরীক্ষায় আরটি পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও এতে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে না। তাদের যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয়, সেই দিক লক্ষ রেখেই সরকার চিন্তাভাবনা করছে।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগিতা নিয়ে শিক্ষামন্ত্রীর বাবা প্রয়াত ভাষাবীর এম এ ওয়াদুদ মেমোরিয়াল ফাউন্ডেশনে এ আরটি পিসিআর ল্যাব স্থাপন করা হলো। আগামী মঙ্গলবার থেকে করোনা রোগীদের নমুনা পরীক্ষা শুরু হবে। এখান থেকে কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিদিনের পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে। এ ল্যাবে চাঁদপুরের পাশাপাশি আশপাশের জেলার রোগীরাও এই সুবিধা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশ, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, শিক্ষামন্ত্রীর বড়ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ স্থানীয় চিকিৎসক ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
CoinWan Latest Banlga Newspaper