সাংবাদিক এ কে এম রাশীদ উন নবী বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার রাত ৮টা ৩০ মিনিটে রাজধানীর পান্থপথের বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাশীদ উন নবী মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রাশিদ উন নবীর মেয়ে অনিকা।
রাশীদ উন নবী বাবু দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। সর্বশেষ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ রাতে তিনি মারা যান। রাশীদ উন নবী বাবু জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের জ্যেষ্ঠ সদস্য।
Read More News
রাশীদ উন নবী স্ত্রী ও একমাত্র মেয়েকে রেখে গেছেন। রাশীদ উন নবী ৪৫ বছরের সাংবাদিকতা জীবনে দৈনিক আমার দেশ, দৈনিক বাংলা, বাংলার বাণী, দেশবাংলা, আজকের কাগজ, ইত্তেফাক, সমকাল, যুগান্তর, এনটিভি, চ্যানেল ওয়ান, ইনকিলাব ও সাপ্তাহিক পূর্নিমায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি দৈনিক সকালের খবরের সম্পাদক ছিলেন। সর্বশেষ তিনি প্রকাশিতব্য দৈনিক আমার দিন পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন।
২০১৯ সালের এপ্রিলে রাশীদ উন নবী বাবুর অগ্নাশয়ে ক্যানসার ধরা পড়ে। পরে তিনি ভারতের ভেলোরের ক্রিশ্চিয়ান মিশনারি হাসপাতাল (সিএমসি) এবং মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নেন।
CoinWan Latest Banlga Newspaper