শুক্রবারই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুপারস্টার অমিতাভ বচ্চন। তারপরই জানা গিয়েছে, আক্রান্ত তাঁর ছেলে অভিনেতা অভিষেক বচ্চনও। শনিবার সকালে ঐশ্বর্যা ও আরাধ্যার রিপোর্টও পজিটিভ এসেছে।
এরপরই অমিতাভের সব বাংলো স্যানিটাইজ করার কাজ শুরু করেছে বিএমসি। জুহুতে অমিতাভের একাধিক বাংলো রয়েছে। শনিবার সকাল থেকে জলসা, প্রতীক্ষা, জনক ও বৎস চারটি বাংলোই স্যানিটাইজ করা হয়েছে। এছাড়া, সব স্টাফের করোনা টেস্টও করা হয়েছে। এখনও পর্যন্ত রিপোর্ট আসেনি বলে জানা গিয়েছে।
শনিবার রাতে জানা যায় করোনা রিপোর্ট পজিটিভ অমিতাভ বচ্চন ও তাঁর ছেলে অভিষেক বচ্চনের। এই মুহূর্তে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি তাঁরা দুজন।
Read More News
অন্যদিকে করোনা আক্রান্ত অমিতাভ বচ্চনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মুম্বই হাসপাতাল। তাঁর শরীরে করোনার মৃদু লক্ষণ রয়েছে বলে জানানো হয়েছে।
মুম্বইয়ের নানাবতী হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার জানিয়েছেন, বর্তমানে আইসোলেশনে রয়েছেন বিগ বি। হাসপাতালের বক্তব্যে কিছুটা স্বস্তিতে বিগ বি-র ফ্যানেরা।
অমিতাভের করোনা আক্রান্ত হওয়ার খবর শুনেই টুইট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে বিগ-বি-র দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, ‘শ্রী অমিতাভ বচ্চনজি-র করোনা আক্রান্ত হওয়ার খবরে অত্যন্ত দুঃখিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। শীঘ্রই সুস্থ হয়ে উঠুন!’
CoinWan Latest Banlga Newspaper