পাঁচ মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে সচিব পদে রদবদল হয়েছে। সংস্কৃতি সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা সচিব হিসেব বদলি করেছে সরকার। এছাড়াও অতিরিক্ত সচিব এম বদরুল আরেফিনকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে আরও তিন সচিবের দপ্তর বদল করেছে সরকার। রবিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, সরকার খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক এম বদরুল আরেফিনকে সচিব পদে পদোন্নতি দিয়েছে। তাকে সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
Read More News
অপর এক আদেশে বলা হয়েছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. আবু হেনা মোস্তফা কামালকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুন্সি শাহাবুদ্দিন আহমেদকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব), মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলামকে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব এবং বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব ) তপন কান্তি ঘোষকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিব পদে বদলি করা হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper