স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীন ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান বাংলাদেশে ভ্যাকসিনের ট্রায়ালের আবেদন করেনি। এ ছাড়া অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত (কোভিড-১৯) ভ্যাকসিন পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। সচিবালয়ে আজ সোমবার সাংবাদিকদের এ কথা বলেন জাহিদ মালেক।
Read More News
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকোর চুক্তি হয়েছে। সরকারিভাবেও ওদের ভ্যাকসিন আনার চেষ্টা করা হচ্ছে। সক্ষমতা থাকলে বাংলাদেশে ভ্যাকসিন তৈরি করতে পারে রাশিয়াও। দেশের কয়েকটি কোম্পানির সে সক্ষমতা রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
এ ছাড়া রাশিয়ার ভ্যাকসিনের ব্যাপারে তাদের কাছে চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
CoinWan Latest Banlga Newspaper