নায়িকা হয়ে আসছেন শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া দীঘি। এতোদিন পড়াশুনার কারণে রূপালি পর্দা থেকে দূরে ছিলেন।
দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিগুলোর নাম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ও ‘ধামাকা’। দুটি ছবিতেই নায়ক শান্ত খানের বিপরীতে দেখা যাবে দিঘীকে। ইতিমধ্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির শুটিংও শুরু হয়েছে বলে এফডিসি সূত্রে জানা গেছে।
প্রথম নায়িকা চরিত্রে অভিনয় প্রসঙ্গে দীঘি বলেন, আমি কোন ছবি করব আর কোনটা ফিরিয়ে দেব তার সিদ্ধান্ত নিতেন মা। মা বেঁচে নেই। এখন আমার সব সিদ্ধান্ত নেন বাবা। বাবার ইচ্ছাতেই ছবি দুটোতে কাজ করছি।
Read More News
প্রার্থনা ফারদিন দীঘি হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র শিশু অভিনেত্রী ও মডেল। তার বাবা সুব্রত বড়ুয়া চলচ্চিত্র অভিনেতা এবং মা দোয়েল চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের আগে গ্রামীণফোনের বিজ্ঞাপনে অভিনয় করে সকলের নজরে আসেন দিঘী। ২০০৬ সালে কাজী হায়াৎ পরিচালিত কাবুলিওয়ালা চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। শিশুশিল্পী হিসেবে দেশব্যাপী পরিচিতি পাওয়া দীঘি তিনবার চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন।
CoinWan Latest Banlga Newspaper