আগামীকাল রোববার থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইটে যাত্রী পরিবহন শিথিল করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ শনিবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
চেয়ারম্যান বলেন, আগামীকাল (রোববার) থেকে অভ্যন্তরীণ রুটে বিমানে যাত্রী পরিবহন শিথিল করা হয়েছে। আগে প্রতিটি বিমানে ৭৫ শতাংশ যাত্রী পরিবহন করতে পারতো। এখন সেটি শিথিল করা হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটে শতভাগ যাত্রী পরিবহন করা যাবে।
Read More News
প্রতিটি বিমানের ফ্লাইটের সামনে অথবা পেছনে দুটি সারির সিটগুলো শুধু খালি রাখতে হবে। বাকি সব সিটে যাত্রী পরিবহন করতে পারবে। তবে ফেসগার্ড দিতে হবে, বলেন মফিদুর রহমান।
বেবিচক চেয়ারম্যান আরো বলেন, আমরা এ বিষয়ে গতকাল (শুক্রবার) সব অভ্যন্তরীণ বিমান কর্তৃপক্ষকে এই নির্দেশনা দিয়েছি।
CoinWan Latest Banlga Newspaper