টাঙ্গাইলের কালিহাতীতে যৌতুকের জন্য রাফিজা সুলতানা নামে এক গৃহবধূকে পিটিয়ে মুখে হেক্সিসল ঢেলে হত্যাচেষ্টা করা হয়েছে। নির্যাতিতা গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজিয়া টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দড়িবিয়াড়া এলাকার আব্দুর রাজ্জাক সরকারের মেয়ে। জানা যায়, ২০১৭ সালের ৫ মে পারিপারিকভাবে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার হাওড়া পাড়ার মো. ইসমাইল হোসেনের ছেলে ফয়সাল ও তার বিয়ে হয়। বিয়ের সময় আব্দুর রাজ্জাক মেয়ের সুখের কথা ভেবে ১০ ভরি স্বর্ণালংকার ও একটি মোটরসাইকেল দেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই ফয়সাল যৌতুকের জন্য রাফিজাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে শুরু করেন।
Read More News
এরই ধারাবাহিকতায় সোমবার (৭ সেপ্টেম্বর) ফয়সাল রাফিজাকে তার বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। এতে রাজি না হওয়ায় ফয়সাল ও তার পরিবারের লোকজন রাফিজাকে পিটিয়ে তার মুখে হেক্সিসল ঢেলে হত্যাচেষ্টা করেন।
পরে তারাই রাফিজাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যান। পরে অন্য রোগীর স্বজনদের মোবাইল ফোন দিয়ে রাফিজা তার বাবার বাড়িতে বিষয়টি জানান। পরে পরিবারের লোকজন আসলে কর্তব্যরত ডাক্তার রাফিজাকে ঢাকায় রেফার করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন রাফিজার বাবা।
CoinWan Latest Banlga Newspaper