অযৌক্তিক নানা অজুহাতে প্রায়ই অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। সম্প্রতি আলুর বাজারে যার প্রভাব হয়ে ওঠে পরিস্কার। কোল্ড স্টোরেজ থেকে ২৩ টাকা পাইকারি পর্যায়ে ২৫ ও খুচরা বাজারে ৩০ টাকা দাম নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। এ দাম কার্যকর তো হয়ইনি বরং দাম ঠেকেছে ৬০ টাকায়।
বাণিজ্যমন্ত্রী বলেছেন কোনো ঘাটতি নেই। এ অবস্থায় ভোক্তাদের জন্য নির্ধারিত দাম কার্যকর করার কঠোর ব্যবস্থা নেয়ার ইঙ্গিত দেন বাণিজ্যমন্ত্রী। আর কোল্ড স্টোরেজ মালিকরা বলছেন, এ বছর ১০ লাখ টন আলু কম মজুদ হয়েছে।
আলুর দামের লাগাম টানতে এবার টিসিবির মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২ থেকে ৩ দিনের মধ্যে ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বিকেলে সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন।
Read More News
তিনি আরো বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের বেঁধে দেয়া দাম বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে। আর বর্তমান দাম অস্বাভাবিক স্বীকার করে ব্যবসায়ীরা মনে করেন, আলুর দাম খুচরা পর্যায়ে ৩৫ থেকে ৪০ টাকা হলে যৌক্তিক।
কোল্ড স্টোরেজ মালিক অ্যাসোসিয়েশনের তথ্যমতে, সারা দেশের কোল্ড স্টোরেজে ৪৫ লাখ টন আলু মজুদ হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper