জনপ্রিয় গায়ক কুমার শানু করোনা আক্রান্ত হয়েছেন। দু’দিন আগে জ্বর এসেছিল কুমার শানুর। পরীক্ষার পর জানা যায় করোনা আক্রান্ত গায়ক কুমার শানু। গায়কের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, ‘ শানু দা করোনা আক্রান্ত। সবাই ওঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’ আপাতত তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কিছু জানা যায়নি।
Read More News
বর্তমানে তিনি পরিবারের সঙ্গে আমেরিকায় আছেন। তবে, কুমার শানুর উপসর্গ থাকলেও তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে কিনা, তা নিয়ে এখনও কিছু জানায়নি তাঁর পরিবার।
৯০-এর দশকে একের পর এক হিট গান রয়েছে তাঁর গলায়। কার সঙ্গে জুটি বেঁধে গান করেননি তিনি। কয়েক দিন আগেই বিগবস ১৪-তে অংশ নিয়েছেন কুমার শানুর ছোট ছেলে জান কুমার শানু। বাবার বিরুদ্ধে বিগবস হাউসেই ক্ষোভ উগরে দিয়েছেন জান কুমার। তাঁর মাকে গর্ভবতী অবস্থায় ছেড়ে গিয়েছিলেন কুমার শানু। বাবার ভালোবাসা না পাওয়ার অভিযোগও করেছিলেন। মাকে একা রেখে বিগবসের ঘরে এসেছেন বলে চিন্তায় ছিলেন জান কুমার। তবে এবার তাঁর বাবা কুমার শানুর করোনা ধরা পড়ায় চিন্তা প্রকাশ করেছেন জান কুমার।
CoinWan Latest Banlga Newspaper