বহিষ্কৃত যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাতের অভিযোগে সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৪ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
Read More News
আজ বুধবার দুদকের উপপরিচালক মো. ইব্রাহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি জান্নাতুল ফেরদৌসী রুপাকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ নিয়ে জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে।
চিঠিতে অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য আগামী ৪ নভেম্বর জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি ও চাহিদা দেওয়া নথি-পত্রসসহ তাকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যা ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট, বাংলাদেশ কক্ষ নং-২০৯ ঠিকানা বরাবর পাঠানো হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper