নির্মাতা শফিক হাসানের দি অ্যাডভাইজার সিনেমায় অভিনয় করবেন ঢালিউড সুন্দরী চিত্রনায়িকা পরীমনি। রোববার (১৫ নভেম্বর) নতুন গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে এর কাজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কর্নিয়া।
সিনেমাটি পরিচালনা করছেন শফিক হাসান। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। পরীমনি ছাড়া বাকি অভিনয়শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়া চলচ্চিত্রের পরিচিত মুখ অনেকেই থাকবেন।
Read More News
সিনেমার বেশ কিছু দৃশ্য ইউরোপে শুটিং হবে। আমরা সেখানে যেতে চেয়েছিলাম জানুয়ারিতে, কিন্তু তখন বেশ ঠাণ্ডা পড়বে ওখানে। তাই এপ্রিলে আমরা ইউরোপ অংশের শুটিং করব।
২০১৬ সালে পরিচালক শফিক হাসান পরীমনিকে নিয়ে ‘ধূমকেতু’ সিনেমা নির্মাণ করেছিলেন। সেখানে পরীর বিপরীতে অভিনয় করেছিলেন চিত্রনায়ক শাকিব খান।
পরীমনি বর্তমানে ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের গল্প নিয়ে ‘প্রীতিলতা’ সিনেমায় অভিনয় করছেন।
https://www.facebook.com/pori.monii/videos/3505924379520590
CoinWan Latest Banlga Newspaper