ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীরা এখন কে কি প্রতিশ্রুতি দিল তা তেহরানের জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়। বরং নির্বাচনের পর হোয়াইট হাউজ কি আচরণ করে সেটিই মূলত দেখার বিষয়। ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেনের মধ্যে ইরান কাউকেই প্রাধান্য দিচ্ছে না। মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
Read More News
তিনি আরও বলেন, আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে ধ্বংসাত্মক তৎপরতা বন্ধ করার সিদ্ধান্ত নেয় সেটা হবে তেহরানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সেক্ষেত্রে হোয়াইট হাউজের দায়িত্ব কে পেল তাতে ইরানের কিছু যাবে আসবে না।
এছাড়া ইরান তার পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকার সঙ্গে আরেকবার আলোচনা করবে না বলেও জানিয়েছেন দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ।
CoinWan Latest Banlga Newspaper