রবিবার সকালে কমেডিয়ান ভারতী সিংহের স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেয় এনসিবি। টানা ১৫ ঘণ্টা জেরার পর এ দিন সকালে তিনি গ্রেফতার হন। এর আগে শনিবার রাতেই মাদক যোগে গ্রেফতার হন ভারতী।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে তারকাদের মাদক যোগের বিষয়টি এনসিবির সামনে আসে। তার পরই বিভিন্ন তারকার বাড়িতে তল্লাশি চালাতে শুরু করে এনসিবি।
Read More News
এনসিবি সূত্রে খবর, এক মাদক বিক্রেতাকে জিজ্ঞাসাবাদের সময়ই ভারতী এবং তাঁর স্বামী হর্ষের নাম উঠে আসে। তাঁদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৬.৫ গ্রাম গাঁজা মেলে। জিজ্ঞাসাবাদে ভারতী এবং তাঁর স্বামী হর্ষ দু’জনেই গাঁজা খাওয়ার কথা স্বীকার করেছেন বলে দাবি এনসিবি-র।
এর আগে ছোট পর্দার অ্যাবিগেইল পণ্ডে, সনম জোহরদের বাড়িতেও তল্লাশি চালায় এনসিবি। মাদক যোগে জেরা করা হয়েছে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কপূর এবং রকুলপ্রীত সিংহদেরও।
CoinWan Latest Banlga Newspaper