আবারও ‘আইস টুডে’ ম্যাগাজিনের প্রচ্ছদে এসেছে জনপ্রিয় অভিনেত্রী দিলারা জামান। ম্যাগাজিনটির ডিসেম্বর সংখ্যায় দেখা গেছে তাকে। ৬ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়েছে ম্যাগাজিনটির প্রচ্ছদ।
তাতে বেশ গর্জিয়াস লুকে দেখা গেছে দিলারা জামানকে। ভারী কাজের সাদা রঙের শাড়ির সঙ্গে সোনালি ব্লাউজ আর মেরুন রঙের শাল মুড়িয়েছেন গায়ে। তার সঙ্গে মিলিয়ে হাতে, গলায় আর কানে গহনা পরেছেন তিনি। পার্টি মেকআপের সঙ্গে লাল লিপস্টিক- সব মিলিয়ে সুন্দরী তরুণীর মতোই লাগছে দিলারাকে, যা দেখে অভিভূত হয়েছেন নেটিজেনরা।
Read More News
এদিকে বর্তমানে নিয়মিত শুটিং করছেন ৭৮ বছর বয়সী এ অভিনেত্রী। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘সুজুকি’ শিরোনামের একটি সিনেমার। রাজশাহী অঞ্চলের গারোদের জীবনকাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া বঙ্গবন্ধুর বায়োপিকে তার মায়ের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে এ অভিনেত্রীর।
CoinWan Latest Banlga Newspaper