সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অনেক আগেই বি-টাউন ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন। বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন একাধিক। কাজের সূত্রেই তার সঙ্গে পরিচয় হয় মার্কিন গায়ক নিক জোনাসের। পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর বিয়ে। ২০১৮ সালে বয়সে ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা।
তবে প্রিয়াঙ্কা-নিকের সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছে বলে খবর বেরিয়েছে। এ নিয়ে বিভিন্ন মুখরোচক কথাও উড়ে বেড়াচ্ছে বি-টাউনে। যদিও দুপক্ষের কেউ এগুলো একদম কান দিচ্ছেন না। কিন্তু তাদের ঘনিষ্ঠজনরা সেগুলো আবার উড়িয়েও দিচ্ছেন না। তবে মুখে কুলুপ এঁটেছেন দুই পরিবারের লোকজন।
Read More News
সম্প্রতি, প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসের সাবেক প্রেমিকাদের তালিকা প্রকাশ করেছিল বিদেশি একটি গণমাধ্যম। কলকাতার একাধিক গণমাধ্যমেও এ নিয়ে সংবাদ প্রচার হয়েছিল। তালিকায় দেখা গেছে, বয়সে বড় মেয়ের সঙ্গেই প্রেম করেছেন নিক। খবরটি নজরে পড়েছে প্রিয়াঙ্কার। বেজায় মন খারাপ করেছেন এ তালিকা দেখে।
তারপর থেকে স্বামীর সঙ্গে হয়তো মনোমালিন্য শুরু হয়েছে সুন্দরীর। তার জেরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একসঙ্গে ছবি দিচ্ছেন না তারা। প্রিয়াঙ্কার ইনস্টাগ্রাম ঘুরেও তার প্রমাণ পাওয়া গেছে। সবশেষ ছয় দিন আগে স্বামীর একসঙ্গে একটি ছবি শেয়ার করেছেন এ অভিনেত্রী। নিক জোনাসও ওই দিন ছবি শেয়ার করেছেন। তারপর একসঙ্গে তাদের কোনো ছবি দেখা যায়নি সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে প্রিয়াঙ্কার ইনস্টাগ্রামে এখনো স্বামী টাইটেল রয়েছে। ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস’ নামেই দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
CoinWan Latest Banlga Newspaper