বলিউডের মাদককান্ডে বি-টাউন সেলিব্রিটির ৮৫টি গ্যাজেটকে বাজেয়াপ্ত করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো৷ গুজরাটের গান্ধিনগরের ফরেনসিক সায়েন্সের দফতরে ওই গ্যাজেটগুলি পাঠালো এন সি বি৷
ডেটা এক্সট্রাকশন অর্থাৎ ডিলিট করা বিভিন্ন তথ্য, ভয়েস ক্লিপ, ভিডিও, চ্যাট ইত্যাদি পর্যবেক্ষণের জন্য এবং যে মোবাইল নম্বরগুলি থেকে এইগুলি পাঠানো হয়েছে সে সবকিছু দেখার জন্য গ্যাজেটগুলি বাজেয়াপ্ত করেছেন তাঁরা৷
Read More News
এর আগে এন সি বি বলিউডের বিভিন্ন সেলেব্রিটিদের কাছ থেকে ড্রাগস্ উদ্ধার করেন৷ এই উদ্ধার করা ড্রাগসের মধ্যে ২৫টি নমুনা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে এবং আরও পাঠানো হবে বলে জানা গেছে৷ ফরেনসিক ল্যাব-এ ড্রাগগুলির গুণগত মান নির্ধারণ করা হবে যাতে তারা সরবরাহকারী এবং ক্রেতাদের সহজেই সন্ধান করতে পারে৷
ডেটা এক্সট্রাকশনের জন্য বাজেয়াপ্ত করা ৮৫ টি গ্যাজেটের বেশিরভাগই হ’ল বলিউড সেলিব্রিটির মোবাইল ফোন৷ এই গ্যাজেটে আছে ট্যাবলেট, পেন ড্রাইভ এবং দুটি ল্যাপটপ।
সূত্র থেকে জানা গেছে যে সকল সেলেব্রিটিদের মোবাইল ফোন নেওয়া হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন রিয়া চক্রবর্তী, তাঁর ভাই কৌশিক চক্রবর্তী, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর, দীপিকা পাড়ুকোন, অর্জুন রামপাল এবং তাঁদের সহযোগীরা ।
প্রসঙ্গত, মঙ্গলবার মাদককাণ্ডে ফের অর্জুন রামপালকে তলব করা হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। জানা গিয়েছে ১৬ ডিসেম্বর, বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হবে অর্জুনকে।
CoinWan Latest Banlga Newspaper