স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, রাজধানীর জন্য চার লাখ ডোজ করোনার টিকা বরাদ্দ রয়েছে। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রাজধানীর ৫ হাসপাতালে প্রাথমিকভাবে টিকা গ্রহীতাদের কয়েকজনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও এখন সবাই সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছেন মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা।
আগামী রোববার (৭ ফেব্রুয়ারি) সারাদেশে শুরু হচ্ছে টিকা প্রয়োগ কার্যক্রম। এরই মধ্যে জেলায় জেলায় পৌঁছে গেছে কোভিড টিকা।
টিকা বিতরণের প্রস্তুতি নিয়ে সোমবার সকালে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভা করে স্বাস্থ্য অধিদফতর। বৈঠক শেষে মহাপরিচালক জানান, টিকা বিতরণের জন্য ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মস্থল না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আর ছুটির দিনে বন্ধ থাকবে টিকা প্রয়োগ কার্যক্রম। জরুরি কাজ ছাড়া ১০ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মস্থল না ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
Read More News
এখনো অ্যাপে নিবন্ধন শুরু না হলেও সোমবার সকালের মধ্যে অনলাইনে ২০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
ডিজি হেলথ আরো বলেন, যারা অ্যাপ কিংবা অনলাইনে নিবন্ধনে ব্যর্থ হবেন, তাদের সহযোগিতা করবে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। দেশের সব জেলাতেই কোভিড টিকা পৌঁছেছে, ঢাকার জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪ লাখ টিকা।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যেহেতু ঢাকায় জনসংখ্যা বেশি সে জন্য এখানে বেশি বরাদ্দ করা হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper