করোনা আক্রান্ত বলিউডের হ্যান্ডসাম হাঙ্ক ভিকি কৌশল। সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খবরটি জানিয়েছেন অভিনেতা। তিনি লেখেন, ‘সমস্ত সাবধানতা অবলম্বন করা সত্ত্বেও আমি করোনা আক্রান্ত হয়েছি। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন।’
বিগত কয়েকদিন তাঁর সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়ে ভিকি বলেন, ‘দয়া করে আপনারা পরীক্ষা করান। ভালো থাকুন, সুস্থ থাকুন।’ সোনাক্ষি সিনহা, ফাতিমা সানা শেখ, বাদশা, সোফি চৌধুরী সহ একঝাঁক অভিনেতা ভিকির আরোগ্য কামনা করেছেন।
Read More News
এদিকে করোনা আক্রান্ত হয়েছেন দুর্গামতি খ্যাত অভিনেত্রী ভূমি পেডনেকারও। তিনিও এদিন সকালে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার খবর। তাঁর কথায়, ‘আমি কোভিড-১৯ পজিটিভ। আজ হালকা লক্ষণ রয়েছে। তবে আমি ঠিক আছি। চিকিৎসকের সমস্ত পরামর্শ মেনে চলছি।’ এদিন অভিনেত্রী আরও বলেন, ‘যদি আপনারা কেউ আমার সংস্পর্শে এসে থাকেন, তাহলে অবশ্যই পরীক্ষা করান। স্টিম, ভিটামিন সি, খাওয়াদাওয়া এবং আনন্দে থেকেই আমি এই রোগকে জয় করব।’
ভক্তদের কাছে আর্জি জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে বর্তমান পরিস্থিতিকে গুরুত্ব দিন। সমস্ত সতর্কতা মেনে চলা সত্ত্বেও কিন্তু আমি করোনা আক্রান্ত হয়েছি। সবসময় মাস্ক পড়ুন, হাত ধুতে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং অবশ্যই সচেতন থাকুন।’ দিয়া মির্জা, হুমা খুরেশি, বরুণ বেহল সহ একাধিক বলি অভিনেতা ভূমির আরোগ্য কামনা করেছেন এদিন।
CoinWan Latest Banlga Newspaper