স্বামী শাহিদ কাপুরের সঙ্গে একের পর এক নায়িকার নাম জুড়ে ছিল প্রেম বিতর্কে। সে প্রিয়াঙ্কা চোপড়া হোক কিংবা করিনা। তবে শাহিদ ঠান্ডা মাথার ছেলে। নিজেকে সামলে নিয়েছেন সুন্দর করে। আর ঠিক তখনই শাহিদের জীবনে এন্ট্রি নিলেন মীরা রাজপুত। এক দেখাতেই বিয়ে। বিয়ের পর চুটিয়ে সংসার। পর পর দুই সন্তানের মা হলেন মীরা। আর বাবা শাহিদ কাপুর তো দারুণ খুশ। এরপর থেকেই যেন শাহিদের ফিল্মি কেরিয়ারে নতুন দিক৷ একের পর এক ছবিও হিট করতে শুরু করল৷ তা ‘হয়দর’ হোক কিংবা ‘কবীর সিং’৷ বক্স অফিসে ফের ধামাকা করলেন শাহিদ৷ সেভাবে দেখতে হলে শাহিদের মীরা একেবারে লেডি লাক!
Read More News
তা বলিউডের সুন্দরী নায়িকাদের পাশে কখনও আড়ষ্ট বোধ করেন না মীরা৷ কফি উইথ করণে, করণ জোহরের এই প্রশ্নের উত্তরে সোজা জবাব দিয়ে মীরা বলেছিলেন, প্রথমে একটু সমস্যা হতো৷ এখন আর হয় না৷ কারণ, এখন আমিও নিজেকে গোছাতে শিখে গিয়েছি৷ মীরা এখন ডায়েট করে, জিম করে একেবারে ফিট অ্যান্ড ফাইন৷ চেহারায় আগের থেকে অনেক বেশি চাকচিক্য৷ আর তা সম্প্রতি নজরে এল মীরার বিকিনি ছবিতে৷ যা কিনা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়৷
https://www.instagram.com/p/CNPC5-HF6xY/?utm_source=ig_embed
CoinWan Latest Banlga Newspaper