বরিশাল বিভাগে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, ভাঙছে একের পর এক পেছনের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৭১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে আট জনের মৃত্যু হয়েছে। বিভাগের মধ্যে পিরোজপুরে দুজন, পটুয়াখালীতে একজন, বরগুনায় একজন এবং ঝালকাঠিতে একজনসহ মোট পাঁচ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।
Read More News
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, মোট আক্রান্ত ২২ হাজার ১০৯ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১৫ হাজার ৭৬৪ জন।
CoinWan Latest Banlga Newspaper