করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৮৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২১ জন ও নারী ৬৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও ৮৭৭২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছে ৫৭৫৫ জন। এ নিয়ে দেশে মোট ৮ লাখ ৬৮ হাজার ১৩৯ জন করোনা থেকে সুস্থ হলো।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৭০ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ৫১ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে সাতজন, রংপুর বিভাগে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে তিনজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ১৪৪ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন ও বাসায় ১২ জন মারা গেছেন। হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে।
Read More News
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৬১৩টি ল্যাবে ২৬ হাজার ২৩১টি নমুনা সংগ্রহ হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ২৭ হাজার ৮৮৪টি। করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। এই পর্যন্ত নমুনা শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ।