করোনা টিকা নিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আজ সোমবার দুপুর পৌনে ১টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের তৈরি মর্ডানার টিকা নিয়েছেন।
Read More News
গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এর পরদিন (১৭ মার্চ) তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করে রিজভীর শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় প্রায় দুই মাস পর তাঁকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন।
CoinWan Latest Banlga Newspaper