দেশে ২৪ ঘণ্টায় আরও ২৫৭ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগীদের মধ্যে ২১৯ ঢাকায় এবং বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।
বর্তমানে ১০৪০ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ৯৫৪ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More News
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার ৯০২ জন রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ৪৮৩৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪টি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper