বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা বলেন, মানবাধিকার লঙ্ঘন, ভূমি দখল ও নির্যাতনের কারণে আদিবাসীদের অস্তিত্ব এখন হুমকির মুখে। আজ শনিবার সকালে ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে সন্তু লারমা এই অভিযোগ করেন।
Read More News
সন্তু লারমা বলেন, সরকারের অসহযোগিতার কারণেই পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। পাহাড়ে মেডিকেল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ রাজনৈতিক। দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত হাজার হাজার আদিবাসী মানুষের জীবনে এ কথার কোনো প্রতিফলন নেই, এর সত্যতা নেই। মানবাধিকার লঙ্ঘন, ভূমি দখল ও নির্যাতনের কারণে আদিবাসীদের অস্তিত্ব এখন হুমকির মুখে।
CoinWan Latest Banlga Newspaper