গ্রেট ব্রিটেনের লিড্সে থাকেন পামেলা জ্যাকব। অনেকেই এর ঠিক বয়স আন্দাজ করার চেষ্টা করেছেন, পারেননি তা বলাই বাহুল্য। আজকাল অবশ্য বয়সটাকে এক ধাক্কায় অনেকখানি কমিয়ে দেওয়ার দাবি করা নানা রকম কসমেটিকে বাজার ছেয়ে গিয়েছে। ত্বকের জেল্লা বাড়াতে নানা রকম অস্ত্রোপচারের চল হয়েছে খুব। তেব প্যামেলা এ সবরে ধার ধারেন না।
Read More News
তিনি যাকে বলে ‘ন্যাচরাল বিউটি’ তত্ত্বে বিশ্বাসী। তা হলে তিনি এমন দেহ সৌষ্ঠব ধরে রেখেছেন কী করে? তিনি জানাচ্ছেন, নিয়মিত ব্যায়াম এবং নারকেল তেলের মা
CoinWan Latest Banlga Newspaper