বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার নামে কোনো দুর্নীতির প্রমাণ পেলে নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন। এছাড়া সংবাদপত্রে প্রচার এবং তার বিরুদ্ধে মামলা করার কথা বলেছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটা প্রমাণও তারা উপস্থাপন করতে পারেননি।’
Read More News
হাসনাত বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমার বিরুদ্ধে আনিত যেকোনো দুর্নীতির অভিযোগ যদি ১ টাকারও প্রমাণসহ উপস্থাপন করা যায়— তা হোক নথি, ভিডিও, অডিও, কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেন, তাহলে আমার অনুরোধ থাকবে সেটা আপনারা নির্ভয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করুন। সংবাদপত্রে প্রচার করুন এবং আমার বিরুদ্ধে মামলা করুন।’
হাসনাত আরও বলেন, ‘ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করছি, প্রমাণের ভিত্তিতে কোনো অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকার দুর্নীতিও হয় তাহলে আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।’
CoinWan Latest Banlga Newspaper