করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু নতুন রেকর্ড তৈরি হচ্ছে ভারতে। হাসপাতালগুলোতে নতুন রোগী ধারণের এতটুকু জায়গা খালি নেই। অক্সিজেনের অভাবে ধুকছে রোগীরা। এ অবস্থায় প্রতিদিনই ভারতীয়দের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে নতুন নতুন দেশ।
দুবাইভিত্তিক আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস এখন পর্যন্ত ভারতীয় নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা ১৫ টি দেশের একটি তালিকা প্রকাশ করেছেঃ
১. পাকিস্তান
২. যুক্তরাষ্ট্র
৩. যুক্তরাজ্য
৪. নিউজিল্যান্ড
৫. হংকং
৬. সিংগাপুর
৭. ওমান
৮. ফ্রান্স
৯. আরব আমিরাত
১০. সৌদি আরব
১১. কানাডা
১২. কুয়েত
১৩. নেদারল্যান্ডস
১৪. থাইল্যান্ড
১৫. মালদ্বীপ
খালিজ টাইমস এর বিস্তারিত প্রতিবেদনে দেখা যায়, তালিকার বেশিরভাগ দেশই চলতি মাসের ১৯ তারিখ বা তারপর থেকে এসব নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করেছে।
এদিকে ইন্ডিয়া ডট কম-এর এক (২৬ এপ্রিল) প্রতিবেদনে দেখা যাচ্ছে, জার্মানি, ইতালি এবং বাংলাদেশও ভারতীয়দের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর আগে ইন্ডিয়া ডট কম এর তালিকায় ছিল জাপান এবং অস্ট্রেলিয়াও।
সুতরাং, খালিজ টাইমস এর ১৫ টি এবং ইন্ডিয়া ডট কম এর মোট ৫ টি দেশ যোগ করলে সর্বমোট ২০ টি দেশ এখন পর্যন্ত ভারতীয় নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করেছে।
CoinWan Latest Banlga Newspaper