প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বি চলাকালীন সিটির এক সমর্থকের মৃত্যু হয়েছে।
সোমবার ম্যানচেস্টার সিটি ক্লাব জানায়, রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ‘চিকিৎসারত অবস্থায়’ ওই ব্যক্তির মৃত্যু হয়। তবে ক্লাবের পক্ষ্য থেকে ঘটনার বিস্তারিত কিছু জানানো হয়নি।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, এই কঠিন সময়ে ক্লাবটি ওই সমর্থকের পরিবার এবং বন্ধুদের পাশে রয়েছে।
তাদের প্রতি সমবেদনাও জানায়।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভেনিং নিউজ জানিয়েছে, ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্টেডিয়ামের এক প্রবেশপথের কাছে দুর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য, ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ হারায় সিটিকে।
CoinWan Latest Banlga Newspaper