রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হওয়ার কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্য লি সং কুয়েন।
আজ বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে তিনি সাংবাদিকদের কাছে এই দাবিও করেন, যুদ্ধে উত্তর কোরিয়ার আরো এক হাজার সেনা আহত হয়েছেন।
এর আগে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস (এনআইএস) সংসদকে ব্রিফিং দেয়। এরপর লি সং কুয়েন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
Read More News
তিনি জানান, উত্তর কোরিয়ার সেনাদের ড্রোন যুদ্ধের অভিজ্ঞতা না থাকায় এবং খোলা প্রান্তরের মতো এলাকায় লড়াইয়ে অভ্যস্ত না হওয়ায় তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।
লি বলেন, একজন মার্কিন কর্মকর্তাও কুর্স্কে উত্তর কোরিয়ার কয়েক শ সেনার নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।
যদিও যুদ্ধে উত্তর কোরিয়া আরো সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যাদের মধ্যে কিম জং উনের তত্ত্বাবধানে প্রশিক্ষিত গোয়েন্দারাও আছেন বলে জানান লি।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার দাবি, রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুর্স্কে ১০ হাজারের বেশি সেনা পাঠায় উত্তর কোরিয়া।
CoinWan Latest Banlga Newspaper