দিনাজপুর পৌরসভা ও চারটি ইউনিয়ন বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে ‘আমার পৌরসভা-আমার ইউনিয়ন-আমার দায়িত্ব, দিনাজপুর হবে বাল্যবিয়ে মুক্ত’ এ সেøাগানে যৌথ অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন। অনুষ্ঠান আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন, দিনাজপুর এপি ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর।
Read More News
প্রধান অতিথি বলেন, বাল্যবিয়ে শুধু সমস্যা নয় এটা সামাজিক ব্যাধি। শুধু আইন দিয়ে নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা প্রতিরোধ করতে হবে। দিনাজপুর পৌরসভাসহ চারটি ইউনিয়ন আজ (গতকাল) বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো। এটা ওয়ার্ল্ড ভিশনের অক্লান্ত প্রচেষ্টার ফসল। স্বাগত বক্তব্যে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন শিশুদের সুরক্ষাসহ বাল্যবিয়ে প্রতিরোধে যে কার্যক্রম পরিচালনা করছে তার অর্জন দেখতে পাচ্ছি। দিনাজপুর মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
CoinWan Latest Banlga Newspaper