যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রোগ্রাম রংপুরে

ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোম্যাসি সেকশনের একটি প্রতিনিধিদল গত দুই দিন (১৮ ও ১৯ ডিসেম্বর) রংপুরে একটি আউটরিচ সফর পরিচালনা করেছে। প্রতিনিধিদলটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যায়। মতবিনিময় সভায় দলের কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকত আলীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। বক্তব্য দেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. ইলিয়াছ, ইউএস অ্যাম্বাসির ডিরেক্টর অব পাবলিক অ্যাংগেজ স্কট হার্টম্যান এবং ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড অ্যালামনাই কোঅর্ডিনেটর এ কিউ এম মুশফিক হাসান।
Read More News

বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিসের আয়োজনে ইনফরমেশন সেশনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় দূতাবাসের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রে শিক্ষার সুযোগ যেমন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্পর্কের ওপর আলোকপাত করেন। তাঁরা বিশ্ববিদ্যালয়টির সঙ্গে অ্যাকাডেমিক অংশীদারি জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এদিকে সফরের দ্বিতীয় দিন গতকাল প্রতিনিধিদলটি আরডিআরএস গেস্টহাউসে ‘এমপাওয়ার ইয়ুথ ফর রেজিলিয়েন্স বিল্ডিং’ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি সেশন করেন। সেশনটিতে নেতৃত্ব, সহনশীলতা এবং নাগরিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পরে দলটি কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করে। এ সময় যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ এবং এ লক্ষ্যে দেশটির বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *