রাজধানীতে ৭ বিদেশি সহ গ্রেপ্তার ৮

লটারি জেতার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর দুটি এলাকা থেকে সাত নাইজেরীয়সহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার রাত ১০টায় রাজধানীর মিরপুর ও দিবাগত রাত আড়াইটার দিকে দক্ষিণখান থানার আশকোনা থেকে ওই আটজনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৪।
Read More News

গ্রেপ্তার আটজন হলেন উগোচুকু আলফ্রেড, আনুকু ডোনাটুস একওয়েলর, চিদি ইবেউইক, মাইকেল ওনিয়েদিকা এননেজি, ওবুম স্যামুয়েল চুকু দুলু, হেনরি এসিয়াক, আনায়ো ওগাগবা ও আরিফুল। তাঁদের কাছ থেকে ২২টি মুঠোফোন, একটি ল্যাপটপ, দুটি মডেম, সাড়ে তিন হাজার নাইজেরিয়ান নাইরা, ৩০১ ইউএস ডলার, পাঁচ বাহরাইনের দিনার ও এক লাখ ৪১ হাজার বাংলাদেশি টাকা উদ্ধারের করে র‍্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *