আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে কালীগঞ্জ উপজেলার আউটার সিগন্যাল এলাকায় আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে পড়ে শিশুসহ শতাধিক যাত্রী আহত হয়েছে।
ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীর উদ্দেশে রওনা হয়। ট্রেনটি গাজীপুরের টঙ্গী ও পুবাইল স্টেশন অতিক্রম করে বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে গাজীপুরের কালীগঞ্জ আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যাল দড়িপাড়া এলাকায় এসে পৌঁছায়। এ সময় ওই চলন্ত ট্রেনের ‘খ’ ও ‘গ’ বগির মাঝখানে হঠাৎ আগুন লেগে ধোঁয়ার সৃষ্টি হয়। এতে পুরো ট্রেনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। আতঙ্কিত হয়ে নারী ও শিশুসহ যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নীচে পড়তে থাকে। যাত্রীদের চিৎকার ও হুড়াহুড়ির একপর্যায়ে ট্রেনটি আড়িখোলা স্টেশনের আউটার সিগন্যালের কাছে এসে থেমে যায়।
Read More News
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।
CoinWan Latest Banlga Newspaper