ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক আট কিশোরকে আজ বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে ভারত। দেশে ফেরার জন্য ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছিল এই কিশোররা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে ওই আট কিশোরকে হিলি সীমান্ত ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারাও।
Read More News
আট কিশোর হলো দিনাজপুর জেলার মিত্রবাটি গ্রামের সোহেল রানা ও মিজানুর রহমান, সুন্দইল গ্রামের অমৃত চন্দ্র রায়, গৌতম রায়, আজিজুল ইসলাম ও সুজন আলী, ঠাকুরগাঁও জেলার রামচান্দুয়া গ্রামের আরিফুল ইসলাম এবং ঢাকা জেলার হিন্দুপাড়া গ্রামের জুবায়েদ।
এ বিষয়ে হিলি সীমান্ত ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুজ্জামান জানান, ফিরে আসা শিশু-কিশোররা বিভিন্ন সময়ে দালালের মাধ্যমে ভারতে যায়। সেখানে গিয়ে তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। এরা সবাই সেখানে এক থেকে দেড় বছর ভারত সরকারের হেফাজতে থেকে আজ দেশে ফিরে এসেছে।
CoinWan Latest Banlga Newspaper