বাংলাদেশ সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা। তাই কোনো রাজনৈতিক দলের প্রতীক হিসেবে এটি যেন ব্যবহৃত না হয়, সেই প্রস্তাব নির্বাচন কমিশনকে (ইসি) দেবেন সর্বোচ্চ আদালত।
Read More News
সোমবার সুপ্রিম কোর্টের ফুল কোর্ট বেঞ্চের (সব বিচারপতির অংশগ্রহণে) সভায় এ সিদ্ধান্ত হয়। সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত আগামীকাল বুধবার নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হবে বলে জানিয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।
মঙ্গলবার তিনি জানান, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে ওই দিন ফুল কোর্ট বেঞ্চের সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি অংশ নেন।
জামায়াতে ইসলামী এক সময় ‘দাড়িপাল্লা’ প্রতীক নিয়ে নির্বাচন করেছে। ২০০৮ সালের ৪ নভেম্বর ওই প্রতীকেই দলটিকে নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক দলীয় গঠনতন্ত্রের কারণে উচ্চ আদালতের আদেশে জামায়াতের নিবন্ধন অবৈধ হয়ে গেছে।
CoinWan Latest Banlga Newspaper