সেন্টমার্টিনের অদূরে সাগরে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির গুলিতে ছয় বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কোস্টগার্ডের কর্মকর্তা জানান, আজ মঙ্গলবার দুপুরে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপের পূর্ব পাশে নৌযান নিয়ে সাগরে মাছ ধরছিলেন বাংলাদেশি জেলেরা। এ সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশি জেলেদের লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিতে অন্তত ছয়জন জেলে গুলিবিদ্ধ হন।
বিকেলে গুলিবিদ্ধ ছয় জেলেকে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করে সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের পা, হাত ও চোখের নিচে গুলির চিহ্ন রয়েছে।
Read More News
গুলিবিদ্ধ ছয় জেলেরা সবাই কক্সবাজারের নুনিয়ারছড়ার বাসিন্দা মো. রহিম সওদাগরের মালিকাধীন এফ বি খালেদা ১ নামক একটি নৌযানে করে মাছ ধরছিলেন। এতে অন্তত ১৪ জন মাঝিমাল্লা ছিলেন।
CoinWan Latest Banlga Newspaper