যুক্তরাষ্ট্রের অভিনেত্রী ক্যারি ফিশার মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তার মুখপাত্র সিমন হলস এক বিবৃতিতে জানান, সারা বিশ্বের জনপ্রিয় অভিনেতা ক্যারি ফিশার মারা গেছেন।
গত শুক্রবার অসুস্থ অবস্থায় ক্যারি ফিশারকে লন্ডন থেকে বিমানে করে লস অ্যাঞ্জেলসে নিয়ে আসা হয়। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্টার ওয়ারস সিরিজে প্রিন্সেস লিয়ার ভূমিকায় অভিনয় করে খ্যাতি পান ক্যারি ফিশার।
তিনি মূলত মুভি সিরিজটিতে প্রিন্সেস লিয়া চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন। মৃত্যুর সময় ক্যারি ফিশারের বয়স হয়েছিল ৬০ বছর।
১৯৫৬ সালের ২১ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ব্রেভার হিলসে জন্ম গ্রহন করেন। ফিশার একাধারে একজন অভিনেত্রী, গায়িকা ও লেখক ছিলেন।
Read More News
CoinWan Latest Banlga Newspaper