নতুন দুটি থানা ও একটি পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন করেছে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।এখন থেকে নরসিংদী জেলার মাধবদী ও পটুয়াখালী জেলার মহিপুর নতুন থানা। নরসিংদী সদর থানা ভেঙে মাধবদী ও কলাপাড়া ভেঙে মহিপুর থানা করা হয়েছে। একইসঙ্গে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পৌরসভার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুর ২টায় সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলা আগে থেকেই পৌরসভা ছিল। কিন্তু এত দিন নিকারের অনুমোদন ছিল না। আজ সভায় আনুষ্ঠানিকভাবে এই পৌরসভার অনুমোদন দেওয়া হয়।
Read More News
সচিব আরো বলেন, নরসিংদী সদর থানা ভেঙে মাধবদী ও কলাপাড়া ভেঙে মহিপুর নামে নতুন থানার অনুমোদন দেওয়া হয়েছে।
CoinWan Latest Banlga Newspaper