ফের আলোচনায় বলিউড তারকা হৃত্বিক রোশান। মডেল লিসা হেইডনের সঙ্গে তার এক উত্তেজক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। যার কারণে নতুন করে আলোচনায় চলে আসেন হৃত্বিক।
সম্প্রতি এক ফ্যাশন ম্যাগাজিনের প্রচ্ছদে হৃত্বিক-লিসার সেই ছবি প্রকাশিত হয়। তারপরই অনলাইনে ঝড় ওঠে। ‘বডি বিউটিফুল’ শিরোনামের ওই ছবিতে শরীর গঠনে সবাইকে সচেতন করার জন্যই দুই তারকা একসঙ্গে দর্শনীয় পোজ দেন।
Read More News
হৃত্বিক ও লিসার এ ছবির ডিজাইন করেন আনাইতা শ্রফ আদাজানিয়া। আর ছবিটি তুলেছেন এরিকোস অ্যান্দ্রু।