রাজধানীর গুলশান ১ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মার্কেটে আগুন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে মার্কেটের পূর্ব পাশের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। আগুনে মার্কেট ভবনটির একাংশ ধসে পড়ে।
ধসে পড়া অংশে কাঁচাবাজার ও বেশ কিছু কাঁচামালের দোকান ছিল। এই মার্কেটে প্রায় দেড় হাজার দোকান আছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন
আজ মঙ্গলবার সকাল থেকেই ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর বেশ ক্ষিপ্ত ছিলেন দোকান মালিকরা। সকাল থেকে চেষ্টা করেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি।
Read More News
ব্যবসায়ীরা এই অগ্নিকাণ্ডকে নাশকতা বলে অভিযোগ করেছেন। এ ছাড়া আগুন লাগার দীর্ঘক্ষণ পরও ফায়ার সার্ভিস অগ্নিনির্বাপণের কাজ শুরু করেনি বলে অভিযোগ তাঁদের। এই অভিযোগে আজ ভোরে ফায়ার সার্ভিসের আরো কয়েকটি ইউনিট আনার দাবিতে বিক্ষোভও করেন তাঁরা।
CoinWan Latest Banlga Newspaper