আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের প্রথম দফার বিশ্ব ইজতেমা। বেলা ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
Read More News
আখেরি মোনাজাত উপলক্ষে টঙ্গী ও গাজীপুরের বেশকিছু সড়কের যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানান পুলিশ সুপার।
মোনাজাতের ভিড় সামাল দিতে বিপুল পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলেও জানান পুলিশ সুপার। তিনি জানান, প্রতি মোড়ে মোড়ে তল্লাশি চৌকি বসানো হয়েছে। পুরো এলাকায় ভিক্ষুক বা হকার প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
CoinWan Latest Banlga Newspaper