সোমবার ভোরে বরিশালের আমতলা মোড়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার সময় দুই নারী ও ২ পুরুষ রোহিঙ্গাকে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
বরিশালে পুলিশের হাতে আটক মিয়ানমারের ৪ রোহিঙ্গা মুসলমানকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার বিশেষ ব্যবস্থায় তাদের কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে প্রেরণ করা হয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
আটককৃতরা হলেন মিয়ানমারের ভলিবাজার এলাকার মো. সৈয়দ হোসেন ও তার মেয়ে ইয়াসমিন এবং মংডু এলাকার হোসেন আহমেদ ও তার বোন আমিনা খাতুন।
Read More News
আটক ৪ রোহিঙ্গা মুসলমানকে প্রথমে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কাছে হস্তান্তর করা হবে। এরপর পুলিশ সুপার আটককৃতদের রোহিঙ্গা ক্যাম্পে হস্তান্তরের পদক্ষেপ গ্রহণ করবেন।