‘এক সিনেমার গল্প’ নামে একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক আলমগীর। ছবিতে চুক্তিবব্ধ হন আরিফিন শুভ এবং নায়িকা হিসেবে দেখা যেতে পারে পূর্ণিমাকে। চুক্তিবদ্ধ না হলেও ছবিটিতে অভিনয়ের ব্যাপারে মৌখিক সম্মতি জানিয়েছেন পূর্ণিমা।
Read More News
যৌথ প্রযোজনায় ‘এক সিনেমার গল্প’ ছবিতে আরও দেখা যেতে পারে টালিগঞ্জের সুপারস্টার প্রসেনজিৎ ও অভিনেত্রী পাওলি দামকে। বাংলাদেশ থেকে প্রযোজনা করবে আলমগীরের প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্ট ও ভারতের এসকে মুভিজ।
CoinWan Latest Banlga Newspaper